ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শেখ লাল মিয়া (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
আজ সোমবার বেলা ১২টার দিকে মাঝিরকান্দা-জয়পাড়া চালনাই আঞ্চলিক সড়কে এবিসি ইটভাটার সামনের এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ লাল মিয়া উপজেলার মহব্বতপুর গ্রামের চালনাই এলাকার শেখ আব্দুল হকের ছেলে।
নিহতের বড় মেয়ের জামাতা মো. মামুন জানান, সোমবার বেলা ১১টার দিকে মাঝিরকান্দা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন লাল মিয়া। এবিসি ভাটার রাস্তার সামনে এলে বিপরীত দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন একটি মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক সোহেল মোল্লা বলেন, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মোট সাইকেলে থাকা দুই যুবক আহত হয়েছে বলে জানা গেছে। নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।