টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদী ডহরি-তালতলা খালে ট্রলারডুবির দুই দিন পর নিখোঁজ শিশু তুরান (৭) ও মাহির শেখের (৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে শিশু নাভা।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার সুবচনী বাজার এলাকার ডহরী তালতলা খাল থেকে ভাসমান অবস্থায় তুরানের মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেল সোয়া ৫টার দিকে ডহরি-তালতলা খাল থেকে নিখোঁজ আরেক শিশু মাহিরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার হওয়া শিশু তুরান সিরাজদিখান উপজেলার কয়রা খোলা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আরিফ খানের ছেলে ও মাহির একই গ্রামের রুবেল শেখের ছেলে।
ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে শিশু তুরনের মরদেহটি পাওয়া গেছে বলে জানায় লৌহজং ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের টিম লিডার কয়েস আহমেদ বলেন, ‘গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে ট্রলার ডুবির ঘটনায় ওই দিন রাতেই ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। তখন সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের তুরন (৭), নাভা (৪) ও মাহির শেখ (৫) নিখোঁজ ছিল। এখনো শিশু নাভা নিখোঁজ রয়েছে। টানা দুই দিন উদ্ধার অভিযান পরিচালনা করে তুরান ও মাহিরের মরদেহটি উদ্ধার করতে সক্ষম হই। পরে মরদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।’
তিনি আরও বলেন, আমাদের উদ্ধার তৎপরতা চলমান। মাওয়া কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় আমরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।
আরও পড়ুন—