হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে সিএনজি অটোরিকশাকে বেপরোয়া কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব জগন্নাথপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক শাহিন (২৩) এবং তাঁর বাবার নাম পরশ আলী। অন্যরা হলেন অটোরিকশার যাত্রী রাজন (১৭), তাঁর বাবার নাম আব্দুল রাজ্জাক। উভয়ের বাড়ি রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামে। আর বাকি তিন নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদীর নিলকুটি এলাকা থেকে একটি অটোরিকশা ও দুটি কাভার্ড ভ্যান ভৈরবের উদ্দেশে আসছিল। কাভার্ড ভ্যান দুটি ভৈরব জগন্নাথপুর ব্রিজ অতিক্রম করার সময় একটি আরেকটিকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ পাঁচ আরোহীর মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া জানান, নিহতদের মধ্যে চালকসহ দুজনের পরিচয় পাওয়া গেছে। বাকি তিনজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। কাভার্ড ভ্যান দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন