নারায়ণগঞ্জ বন্দরে নিখোঁজের একদিন পর ডোবা থেকে সহোদর ভাই–বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে বন্দরের আমিন আবাসিক এলাকায় শীতলক্ষ্যা নদী সংলগ্ন ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে খেলার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় তারা। ধারণা করা হচ্ছে, নদীর তিরে ওয়াকওয়ে নির্মাণের জন্য মাটি কাটায় যে ডোবা সৃষ্টি হয়েছে সেখানে খেলতে গিয়ে তারা পড়ে যায়। সাঁতার না জানায় তাদের মৃত্যু হয়।
নিহত সামির (৯) ও তিশা (৭) একই এলাকার কামাল হোসেনের সন্তান। তিনি পেশায় রিকশাচালক, পরিবার নিয়ে আমিন এলাকায় বসবাস করেন।
পরিবারের সদস্যারা জানায়, গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল সামির ও তিশা। তাদের সন্ধান চেয়ে মসজিদে মাইকিং করা হয়। আজ শুক্রবার দুপুরে শীতলক্ষ্যা নদীর পাড়ে ডোবায় তাদের লাশ ভেসে ওঠে। পরে পুলিশে খবর দিলে নৌ পুলিশ এসে ডোবা থেকে লাশ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পরিবার কোনো অভিযোগ না করায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।