হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে অবৈধ পানি-বিদ্যুতের সংযোগ বন্ধে বাধা, রাস্তা অবরোধ বস্তিবাসীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুর-১২ নম্বরের রাস্তা অবরোধ করলে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুর-১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে অবৈধ বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বস্তিবাসীর বাধার মুখে পড়ে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে সংযোগ বন্ধের কার্যক্রম শুরু হলে বস্তিবাসী প্রথমে বাধা দেয় এবং পরে সড়ক অবরোধ করে। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বিদ্যুৎ ও ওয়াসা কর্তৃপক্ষ পুলিশসহ মিরপুর ঝিলপাড় বস্তির অবৈধ বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ করতে যায়। এতে বস্তিবাসী উত্তেজিত হয়ে বিদ্যুৎ ও ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে।

একপর্যায়ে বস্তিবাসী দুপুরের দিকে মিরপুর-১২ নম্বরের রাস্তা অবরোধ করে। ফলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করলেও বস্তিবাসী রাস্তার পাশে অবস্থান করায় যান চলাচল শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি।

মিরপুর-১২ নম্বরের রাস্তা অবরোধ করলে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে বেলা দেড়টার দিকে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তানিয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, বস্তিবাসী প্রথমে রাস্তা অবরোধ করেছিল। এখন তারা রাস্তা থেকে সরে পাশে অবস্থান নিয়েছে। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

জাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা চেষ্টা, ক্যাম্পাসে উত্তেজনা

এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

জুলাই আন্দোলন: হাসপাতালের দরজা খোলেনি নিরাপত্তাকর্মীরা, সিঁড়িতেই ইসমাইলের মৃত্যু

জাবি ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার, ৩ নেতাকে অব্যাহতি

সেকশন