ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় মিম আক্তার (৭) নামে প্রথম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ডাংগি ইউনিয়নের বাসাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিম আক্তার শ্রীঙাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং বাসাগাড়ী গ্রামের উজ্জ্বল শিকদারের মেয়ে। সে বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিম বাড়ি থেকে রেললাইনের পাশ দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। এ সময় ভাঙ্গাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সিঁড়িতে ধাক্কা লেগে পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
মিমের বাবা উজ্জ্বল শিকদার বলেন, ‘আমার মেয়ে বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী ছিল। রেললাইনের পাশ দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। ট্রেনের হর্ন শুনতে না পাওয়ায় আমার মেয়েটা মারা গেল।’
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি যেহেতু রেলের, তাই এ ঘটনার সব প্রক্রিয়া রেল পুলিশের।’
রাজবাড়ী রেলওয়ে পুলিশের ওসি মাসুদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।