হোম > সারা দেশ > রাজবাড়ী

বালিয়াকান্দিতে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন দিনমজুর মানুষজন

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আবহাওয়া বিরূপ আচরণ ধারণ করেছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গতকাল শনিবার থেকে অল্প পরিমাণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আজ রোববার সকাল থেকে বৃষ্টি আরও বেড়ে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যসহ জনজীবন স্থবির হয়ে উঠেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের কারণে বেড়ে গেছে শীতের তীব্রতা। সময়ের সঙ্গে 

জানা যায়, গতকাল থেকে মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় এবং আজও বৃষ্টিপাত অব্যাহত থাকায় উপজেলার অসহায় দিনমজুর মানুষজন বিপাকে পড়েছেন। একই সঙ্গে হাটবাজারস্থ ব্যবসায়ীদের বাণিজ্যিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। বিশেষ প্রয়োজনে কিছু মানুষ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়। কিন্তু সেটি সারতেও যানবাহনসহ নানা বিড়ম্বনায় পড়ছেন তাঁরা। শুধু তাই নয়, গ্রামীণ কাঁচা রাস্তাগুলোও কাঁদায় পরিণত হয়েছে। এ ছাড়া অবিরাম বর্ষণের কারণে কৃষকেরা শীতকালীন সবজি খেতের ক্ষতির আশঙ্কায় রয়েছেন। 
 
ভ্যান চালক মমিন বলেন, গতকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছিল। আজ সকাল থেকে অঝোরে বৃষ্টির কারণে গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারছিলাম না। সকাল গড়িয়ে বিকেল এসেও একই অবস্থা। এখন পর্যন্ত কাঙ্ক্ষিত যাত্রী পাইনি। 

পত্রিকা বিক্রেতা মনোয়ার হোসেন বলেন, ঝড় হোক, বৃষ্টি হোক আমাদের পত্রিকা সকল গ্রাহককেই সকাল সকাল পৌঁছে দিতে হয়। তবে অসময়ে বৃষ্টি আমাদের জীবনে এক অসহনীয় দুর্ভোগ সৃষ্টি করেছে। গ্রাহকদের পত্রিকা পৌঁছে দিতে এই বৃষ্টি আমাদের খুবই সমস্যা সৃষ্টি করছে। 

ইজিবাইক চালক নাজমুল হোসেন বলেন, সারা দিনে দুটি খ্যাপ মেরেছি। তা দিয়ে বাজার খরচ করাই দায় হয়ে পড়বে। 

ফ্লেক্সিলোড ব্যবসায়ী তন্ময় বলেন, বাজারে যত মানুষ থাকবে তত আমাদের ফ্লেক্সিলোডের ব্যবসা হবে। গতকাল শনিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর আজ আবার পরিমাণ আরও বেড়েছে। তাই ফ্লেক্সিলোডের জন্য গ্রাহক নেই বললেই চলে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭