হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার মামলায় বিএনপির ১২ নেতা-কর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় নাশকতার অভিযোগে ২০১৮ সালে করা মামলায় বিএনপির ১২ নেতা-কর্মীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আনোয়ারুল আজিম, হায়দার আলী বাবলা, মো. আলাউদ্দিন, শওকত, মো. পারভেজ, ইমরান হোসেন ইমু, সাঈদ আহম্মেদ রানা, হাজি ফরহাদ রানা, আরিফ হোসেন বাপ্পি, ফজলুল হক মনি, হাজি মো. নাজিম উদ্দিন ও মো. সোবহান।

রায়ে দণ্ডবিধির ১৪৭ ধারায় প্রত্যেককে এক বছরের কারাদণ্ড ও দণ্ডবিধির ৩৫৩ ধারায় পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ায় দুই বছর করে কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে উভয় ধারার সাজা একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়।

ওই আদালতের বেঞ্চ সহকারী মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কোতোয়ালি থানা এলাকায় বিএনপির নেতা-কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনি সমাবেশ করে পুলিশের ওপর হামলা করে এবং পুলিশের সরকারি কাজে বাধা সৃষ্টি করে। জনমনে ভীতির সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। মামলাটি তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়