হোম > সারা দেশ > ঢাকা

চট্টগ্রাম থেকে কুরিয়ারে ঢাকায় আনা ৭ হাজার পিস ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কাকরাইল থেকে ৭ হাজার ২৫০ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার দুপুরে কাকরাইলে এস. এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে এই ইয়াবা জব্দ করা হয়। 

আজ শনিবার সন্ধ্যায় এই তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো: কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক রাহুল সেন। 

তিনি বলেন, শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে এস. এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের নিচ তলার প্যাকেট রুম থেকে মালিকবিহীন অবস্থায় শপিং ব্যাগে তিনটি এনার্জি বোষ্টার লেখা প্লাস্টিকের কৌটা থেকে অ্যামফিটামিনযুক্ত ৬০০ গ্রাম ওজনের ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। অন্য একটি এনার্জি বোষ্টার লেখা প্লাস্টিকের কৌটা থেকে অ্যামফিটামিনযুক্ত ১ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এস. এ পরিবহন পার্সেল অ্যান্ড কোচ সার্ভিসের চারটি রসিদে এই ইয়াবা পাঠানো হয়েছে। রসিদগুলোও জব্দ করা হয়েছে। 

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো পাঠানো হয়েছে। ঢাকা হয়ে সেগুলো পঞ্চগড়ে যাওয়ার কথা ছিল। এটির সঙ্গে জড়িত কে, সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। যেই ফোন নম্বরগুলো ছিল সেগুলো বন্ধ করে রাখা হয়েছে। কারা পাঠিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য