Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় দম্পতি নিহত, শিশু আহত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় দম্পতি নিহত, শিশু আহত
প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁদের আট বছরের শিশু সন্তানকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নিহত দম্পতি হলেন কালিহাতী উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০), তাঁর স্ত্রী বন্দনা দাস (৪০)। আহত ছেলের নাম দিবস দাস (৮)।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে রঞ্জিত স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলী এলাকায় উত্তরগামী লেন থেকে ঢাকাগামী লেন পাড় হওয়ার সময় অজ্ঞাতনামা বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়। এতে আহত হন রঞ্জিতসহ তাঁর ছেলে। পরে হাসপাতালে রঞ্জিত দাসের মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত যানবাহন ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

কোটালীপাড়ায় ১০ দোকান পুড়ে ৩৫ লাখ টাকার ক্ষতি

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তের দাবিতে একাংশের নেতা-কর্মীদের বিক্ষোভ

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

গ্যাসের সংকট চরমে, শিল্প উৎপাদন বন্ধের উপক্রম

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর