হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরের আবারও অস্ত্র হাতে কিশোরদের গণ ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় আবারও অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের গণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকালে কয়েকজন পথচারী ও দোকানিকে মারধর ও জখম করে মোবাইল, মানব্যাগ, টাকা-পয়সাসহ বিভিন্ন জিনিস ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। 

গতকাল সোমবার সন্ধ্যায় আদাবর থানার শেখেরটেক পিসিকালচার হাউজিংয়ের ১/১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি এলাকায় একইভাবে অস্ত্রের মুখে গণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। 

সোমবারের ঘটনায় পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক ও গায়ে কালো পোশাক পরিহিত ৮ থেকে ১০ জন কিশোরের হাতে ধারালো চাপাতিসহ দেশি অস্ত্র। তাঁরা প্রথমেই ১ নম্বর সড়কের পাশে একটি মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে থাকা চারজনকে টার্গেট করে তাঁদের ওপর অতর্কিত হামলা করে। হামলা থেকে দুজন দৌড়ে বাঁচলেও বাকি দুজনকে চাপাতির উল্টো পাশ দিয়ে মারধর করা হয়। অস্ত্রের মুখে দুজনের মোবাইল ও টাকা পয়সা কেড়ে নেওয়া হয়। 

স্থানীয়রা জানায়, গত সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ৮ থেকে ১০ জনের একটি কিশোর দল চাপাতি ও ছোরা হাতে শেখেরটেক হাউজিংয়ের ১ নম্বর সড়ক দিয়ে ঢুকে ছিনতাই শুরু করে। ১ নম্বর রোড থেকে পাশের ১/১ নম্বর সড়কে আসে। এই সড়কে অস্ত্র হাতে কিশোরেরা প্রথমে কয়েকজনকে মারধর করে। পরে দোকান ও পথচারীদের মারধর করে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। 

ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান বলেন, সিসিটিভি ফুটেজে ছিনতাইয়ের মতোই মনে হয়েছে। আদবরের ব্র্যাক ব্যাংকের লোন সেকশনের একজন ভুক্তভোগী অভিযোগ দিয়েছে। আদবরের ব্র্যাক ব্যাংকে লোন না দেওয়ায় ভাড়াটে কয়েকজনকে নিয়ে এসে মারধরের ঘটনা ঘটিয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিষয়টি ছিনতাই মামলা হিসেবে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করা হবে। 

এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি এলাকায় একইভাবে অস্ত্রের মুখে গণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে ২০ জনকে কুপিয়ে আহত করা হয়। বেশ কয়েকটি দোকানসহ ১৫-২০ জনের মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করা হয়। ওই বছরের ২৪ ডিসেম্বর ভরদুপুরে ধারালো অস্ত্র দেখিয়ে ৫ থেকে ৬ জন তরুণ-কিশোর মোবাইল ফোন, মানিব্যাগ ছিনিয়ে নেয়।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়