রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় আবারও অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের গণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকালে কয়েকজন পথচারী ও দোকানিকে মারধর ও জখম করে মোবাইল, মানব্যাগ, টাকা-পয়সাসহ বিভিন্ন জিনিস ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
গতকাল সোমবার সন্ধ্যায় আদাবর থানার শেখেরটেক পিসিকালচার হাউজিংয়ের ১/১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি এলাকায় একইভাবে অস্ত্রের মুখে গণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।
সোমবারের ঘটনায় পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক ও গায়ে কালো পোশাক পরিহিত ৮ থেকে ১০ জন কিশোরের হাতে ধারালো চাপাতিসহ দেশি অস্ত্র। তাঁরা প্রথমেই ১ নম্বর সড়কের পাশে একটি মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে থাকা চারজনকে টার্গেট করে তাঁদের ওপর অতর্কিত হামলা করে। হামলা থেকে দুজন দৌড়ে বাঁচলেও বাকি দুজনকে চাপাতির উল্টো পাশ দিয়ে মারধর করা হয়। অস্ত্রের মুখে দুজনের মোবাইল ও টাকা পয়সা কেড়ে নেওয়া হয়।
স্থানীয়রা জানায়, গত সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ৮ থেকে ১০ জনের একটি কিশোর দল চাপাতি ও ছোরা হাতে শেখেরটেক হাউজিংয়ের ১ নম্বর সড়ক দিয়ে ঢুকে ছিনতাই শুরু করে। ১ নম্বর রোড থেকে পাশের ১/১ নম্বর সড়কে আসে। এই সড়কে অস্ত্র হাতে কিশোরেরা প্রথমে কয়েকজনকে মারধর করে। পরে দোকান ও পথচারীদের মারধর করে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়।
এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি এলাকায় একইভাবে অস্ত্রের মুখে গণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে ২০ জনকে কুপিয়ে আহত করা হয়। বেশ কয়েকটি দোকানসহ ১৫-২০ জনের মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করা হয়। ওই বছরের ২৪ ডিসেম্বর ভরদুপুরে ধারালো অস্ত্র দেখিয়ে ৫ থেকে ৬ জন তরুণ-কিশোর মোবাইল ফোন, মানিব্যাগ ছিনিয়ে নেয়।