নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই চুক্তি বাতিল করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমানের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
এর আগে চলতি বছরের ৪ এপ্রিল দুই বছরের জন্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ছিদ্দিকুর রহমানকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। সিদ্দিকুর রহমান এর আগে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের সদস্য ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।