Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মাদ্রাসা শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জাবি প্রতিনিধি 

মাদ্রাসা শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে জাবির শিক্ষার্থীদের মিছিল। ছবি: আজকের পত্রিকা

আন্দোলনরত মাদ্রাসাশিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে একটি মিছিল বের করেন তাঁরা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে দর্শন বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন।

অর্থনীতি বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন, ‘পুলিশের সংস্কারে স্বৈরাচারী কাঠামো থেকে বের হওয়া জরুরি, কিন্তু এখনো সেটি হয়নি। পুলিশ একদিকে কিছু মিছিলকে সুরক্ষা দিচ্ছে, অন্যদিকে কিছু মিছিলে জলকামান, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল প্রয়োগ করছে। কোনো সভ্য রাষ্ট্রে এমন বলপ্রয়োগ অগ্রহণযোগ্য। আমরা ঢাকায় মাদ্রাসাশিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানাই।’

প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন জাবি শাখার একাংশের সভাপতি অমর্ত্য রায় বলেন, ‘আমরা ভেবেছিলাম হাসিনা সরকারের পতনের পর নিপীড়নের চিত্র আর দেখব না। কিন্তু ইন্টেরিম সরকার আসার পরও সেই নিপীড়ন অব্যাহত রয়েছে। শ্রমিকেরা মজুরির দাবিতে রাস্তায় নামলে তাঁদের ওপর গুলি এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়। পুলিশ বাহিনীর কাঠামোগত সংস্কার এখনো হয়নি এবং হামলায় জড়িত পুলিশদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না।’

অমর্ত্য রায় আরও বলেন, ‘যদি এ সরকার জনগণের দাবি উপেক্ষা করে, তাহলে ছাত্র-শিক্ষক ও জনতা মিলে এ সরকারকেও বিদায় করতে বাধ্য হবে।’

সাগর-রুনি হত্যা: বাড়ির নিরাপত্তারক্ষীকে আবারও জিজ্ঞাসাবাদের নির্দেশ

রাজধানীর মতিঝিলে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ, ডিসি নাজমুলসহ দুজনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ছাত্রলীগ নেত্রী নিশিকে

ফরিদপুরে রমজান মাসব্যাপী ন্যায্যমূল্যের বাজার শুরু, ক্রেতাদের স্বস্তি

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

নতুন ট্রাফিক ম্যানেজমেন্ট: এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে গাড়ির জট

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

বিয়াম ফাউন্ডেশনের ঘটনা পরিকল্পিত নাশকতা: বহুমুখী সমবায় সমিতি

সাগর-রুনি হত্যা: ১১৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিল