ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। আজ বুধবার রাত ১০টার দিকে টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান।
ঘটনার একাধিক প্রত্যেক্ষদর্শী আজকের পত্রিকাকে জানান, টিএসসিতে হঠাৎ ককটল বিস্ফোরণের শব্দ পেয়ে লোকজন ছোটাছুটি শুরু করে, অনেকেই ভয় পেয়েছে। তবে কারা ফাটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, কয়েকটি ককটেল বিস্ফোণের ঘটনা ঘটেছে, খোঁজ নিচ্ছি।