নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের আনন্দ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করে নিতে শেষ মুহূর্তে বাস টার্মিনালগুলোতে ভিড় করছেন রাজধানীর সাধারণ মানুষ। তবে গত কয়েকবারের তুলনায় ঈদযাত্রা এবার অনেকটাই নির্বিঘ্ন বলে জানিয়েছেন ঘরমুখী যাত্রীরা। নির্দিষ্ট কিছু কাউন্টারে ভিড় থাকলেও যাত্রীদের উপচে পড়া ভিড় নেই মহাখালী-গাবতলী বাস স্টেশনে।
আজ সোমবার দুপুরে বাস টার্মিনালগুলো গিয়ে এমন চিত্র দেখা গেছে। অগ্রিম টিকিট বিক্রি হয়ে যাওয়ায় অনেক কাউন্টারই বন্ধ দেখা গেছে। তবে অধিকাংশ কাউন্টারেই যাত্রী ও বাস স্টাফদের হুড়োহুড়িতে দেখা গেছে ব্যস্ততা। ভিড় তেমন না থাকায় এবার যাত্রীদের অন্যতম অভিযোগ, বাস দেরিতে ছাড়ছে। টিকিট পেতেও ভোগান্তির অভিযোগ করেছেন কেউ কেউ।
বরিশালগামী সূর্যমুখী বাসের হেলপার জুয়েল জানান, সকাল থেকে সিট ফাঁকা নিয়ে দুটি বাস ছেড়েছে। সাভারের পর যাত্রী পূর্ণ হচ্ছে। চুয়াডাঙ্গা ডিলাক্সের হেলপার আশরাফ আলী জানান, শ্যামলী, কল্যাণপুর, আসাদগেটে বাসের আরও কাউন্টার থাকায় গাবতলীতে যাত্রী আসছে না।
কুষ্টিয়াগামী রাবেয়া এক্সপ্রেসের কাউন্টার ম্যানেজার জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত যাত্রীর চাপ ছিল। আবার সন্ধ্যার পর যাত্রী বাড়বে। তিনি আরও জানান, পদ্মা সেতুতে ট্রেন হওয়াতে বাসের যাত্রী কমে গেছে। সাতক্ষীরা এক্সপ্রেসের অগ্রিম সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় কাউন্টার থেকে টিকিট বিক্রি হচ্ছে না।
বাস স্টেশন তদারকিতে আছে আইনশৃঙ্খলা বাহিনী, মালিক প্রতিনিধি ও বিআরটিএর সমন্বয়ে ভিজিল্যান্স টিম। গাবতলীতে বিআরটিএর সহকারী পরিচালক রুহুল আমিন বলেন, বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি।
মহাখালীর ভিজিল্যান্স টিমের বিআরটিএর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, নির্ধারিত ভাড়ার থেকে অতিরিক্ত নেওয়ার বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে, সেসব প্রেক্ষিতে জরিমানা করা হয়েছে।
মহাখালী বাস স্টেশনে একটি সরকারি পাওয়ার প্ল্যান্টে কর্মরত সামিউল ইসলাম বলেন, জামালপুর যাব কিন্তু বাস পাচ্ছি না। ময়মনসিংহ হয়ে যাচ্ছি। অন্যান্য সময় লাইন দিয়ে বাস থাকে ৷ এবার ঘুরে ঘুরে যাওয়া লাগছে। তার ওপর বাস দেরিতে আসছে।
মহাখালীতে ভিড় দেখা গেছে ময়মনসিংহগামী যাত্রীদের। এখানে এনার কাউন্টারের টিকিট নিতে যাত্রীদের সময় লেগেছে আধা ঘণ্টার ওপরে। বাড্ডাবাসী ইঞ্জিনিয়ার রাকিব হাসান বলেন, ময়মনসিংহের অন্য ভালো বাস নাই। এটাই একটু ভালো। বাকিগুলো লোকাল, ভাড়াও বেশি নিচ্ছে।