হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে এক হিমাগারে ২৮ লাখ ডিম মজুত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া একটি কোল্ডস্টোরেজে মজুত ২৮ লাখ ডিম। খবর পেয়ে গতকাল রোববার অভিযান পরিচালনা করে এর সত্যতা পায় জেলা ভোক্তা-অধিকার অধিদপ্তর। এ সময় ডিমগুলো দ্রুত বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়। 

জানা গেছে, উপজেলার বড় আজলদী এলাকায় এগারোসিন্দুর কোল্ডস্টোরেজে জয়নাল মিয়া নামে এক ব্যবসায়ী আড়াই লাখ ডিম মজুত করে রাখেন। এ ছাড়া রাজধানীর তেজগাঁওয়ের মো. ইউনুস মিয়ার ৬৬ হাজার ডিম মজুত রয়েছে। 

এ বিষয়ে কোল্ডস্টোরেজের ব্যবস্থাপক আলতাফ হোসেন বলেন, ‘আমাদের কোল্ডস্টোরেজে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার প্রায় ২৮ লাখ ডিম মজুত আছে। আজকে ভোক্তা-অধিকার অধিদপ্তর আমাদের নির্দেশ দিয়েছে দ্রুতই ডিম ব্যবসায়ীরা যাতে নিয়ে যায়, সেই ব্যবস্থা করার জন্য। আমরাও দ্রুতই ব্যবসায়ীদের ডিম কোল্ডস্টোরেজ থেকে নিয়ে যাওয়ার কথা জানিয়েছি।’ 

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, ‘ডিমের বাজার অস্থিতিশীল করার লক্ষ্যে ব্যবসায়ীরা জেলার পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের এগারোসিন্দুর কোল্ডস্টোরেজে মজুত করে। এমন খবরে কোল্ডস্টোরেজে অভিযান পরিচালনা করে এর সত্যতা প্রমাণিত হয়। ডিম যাতে দ্রুতই বাজারজাত করা হয় এই নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় কোল্ডস্টোরেজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩