শরীয়তপুর সরকারি শিশু পরিবারের দুই শিশু পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ধানুকা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল বয়াতী (৯) ডামুড্যা উপজেলার চর গঙ্গেস কাঠি এলাকার মৃত আলী আহম্মদ বেপারীর ছেলে ও সাদিকুল ইসলাম (১২) গোসাইরহাট উপজেলার চর জালালপুর এলাকার মৃত মাহমুদুল হাসানের ছেলে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পরে সেখানকার সহকারী তত্ত্বাবধায়ক আব্দুল মান্নান হাওলাদার শিশু দুটির খোঁজ না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর ঘাটে তাদের দুজনের জামাকাপড় দেখতে পান। পরে কয়েকজন পুকুরে নেমে খোঁজাখুঁজির পর তাদের দুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সোহেল বয়াতীর ফুপাতো বোন মাকসুদা বলেন, ‘সোহেলের মা-বাবা কেউ বেঁচে নেই। কয়েক মাস আগে এক আত্মীয়ের মাধ্যমে ওকে সরকারি শিশু পরিবারে দেওয়া হয়েছে। আজ পুকুরে গোসলে নেমে আমার ভাই মারা গিয়েছে। আমি খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছি।’
সরকারি শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক আব্দুল মান্নান হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, এক মাস আগে সাদিকুল ইসলামকে ও ছয় মাস আগে সোহেলকে শরীয়তপুর সরকারি শিশু পরিবারে ভর্তি করা হয়।
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মানসুরা ইসলাম বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি খুবই দুঃখজনক। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।