জাতিসংঘ সড়ক নিরাপত্তা ২০২৩ উপলক্ষে ব্র্যাকের উদ্যোগে হাতিরঝিলে আয়োজিত হলো পরিবেশবান্ধব সাইকেল শোভাযাত্রা। আজ শুক্রবার সকালে হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারের পাশে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুখ বলেন, পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সাইকেলবান্ধব ও হাঁটার উপযোগী নগরী গড়তে হবে।
ডিএমপি কমিশনার বলেন, ‘সাইকেল হলো একটি উত্তম বাহন। কিন্তু রাস্তায় চলার জন্য উত্তম ব্যবস্থা নেই। যাঁরা এখন টাউনশিপের ডিজাইন করছেন, তাঁদের সাইকেলের উপযোগী করে নগরী গড়ে তুলতে হবে। সাইকেলের জন্য রাস্তায় আলাদা লেনের ব্যবস্থা থাকতে হবে। সাইকেল কোনো পরিবেশ দূষিত করে না। একই সঙ্গে এটি চালানোর মাধ্যমে ব্যায়ামও হয়। তাই আমাদের নগর পরিকল্পনায় বিষয়টি অন্তর্ভুক্ত রাখতে হবে।’
শোভাযাত্রায় অংশ নিয়ে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘আমাদের নগর পরিকল্পনায় সাইকেলকে বিবেচনায় রেখে সাজাতে হবে। সাইকেলের নিরাপদ চলাচলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করতে হবে। বর্তমানে নগরের যে বিস্তার ঘটছে ও রাস্তা নির্মাণ হচ্ছে, সেখানে অবশ্যই সাইকেলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করতে হবে। এটা নীতিনির্ধারণী পর্যায় থেকেও বাস্তবায়নের নির্দেশনা থাকাটা জরুরি।’
পরে সাইকেলিস্টদের একটি শোভাযাত্রা হাতিরঝিলের পুলিশ প্লাজা, মধুবাগ ব্রিজ হয়ে অ্যাম্পি থিয়েটারের পাশে এসে শেষ হয়। সাইকেল শোভাযাত্রায় অনেক নারীও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।