কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ওলামা সমাবেশের মধ্যে দিয়ে এই প্রথম প্রকাশ্যে এল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার জামায়াতে ইসলামীর কোটালীপাড়া শাখার উদ্যোগে উপজেলার রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদ্রাসার হলরুমে এই ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়েতে ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার আমির মো. ছোলায়মান গাজী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কোরআনের সভাপতি হজরত আ. হামিদ, জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির রেজাউল করিম, কোটালীপাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বক্তব্য দেন।
সমাবেশে কোটালীপাড়া উপজেলার ৫ শতাধিক ওলামা অংশগ্রহণ করেন।
জামায়াতে ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার আমির মো. ছোলায়মান গাজী বলেন, ‘এত দিন আমরা প্রকাশ্যে সভা–সমাবেশ না করতে পারলেও আমাদের দলীয় কর্মকাণ্ড অব্যাহত ছিল। এখন থেকে আমরা প্রকাশ্যে আমাদের সভা–সমাবেশ চালিয়ে যাব।’