হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে হাউসিং কর্মী বিল্লাল গাজী হত্যা মামলার অন্যতম আসামি ও ‘কব্জি কাটা গ্রুপে’র সদস্য বিল্লাল ওরফে ভাগনে বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে (২৮) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল বৃহস্পতিবার আদাবর থানার শ্যামলী হাউসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে সামুরাই, পাহাড়ি দা, লক কাটার, তিনটি ওয়াকি-টকি, দুটি ওয়াকি-টকি চার্জার, শিশা খাওয়ার মেশিন, মোটরসাইকেল, রাউটার এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়।

আজ শুক্রবার তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-২ সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পরিচালক শিহাব করিম।

শিহাব করিম বলেন, নিহত বিল্লাল গাজী (২৮) সাভার থানার একটি হাউসিং কোম্পানির মাঠপর্যায়ের কর্মী। গত ১ অক্টোবর রাতে বিল্লাল গাজী অফিস থেকে বাসায় ফেরার পথে মোহাম্মদপুর থানার নবোদয় হাউসিং এলাকায় মো. বিল্লাল ওরফে ভাগনে বিল্লালসহ কব্জি কাটা গ্রুপের ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহত বিল্লাল গাজীর মা বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বিল্লালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

সেকশন