টাঙ্গাইলের সখীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি নেতা মো. ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ফারুক হোসেন সখীপুর উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বহিষ্কার করা চিঠিতে উল্লেখ করা হয়, ‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে (৫ মে) অংশগ্রহণ করায় আপনাকে (মো. ফারুক হোসেন) বহিষ্কার করা হলো। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে মো. ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবরটি শুনেছি। তবে এই বহিষ্কার আমার নির্বাচনী কার্যক্রম ও ব্যক্তিগত জনপ্রিয়তায় কোনো প্রভাব ফেলবে না।’