Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে নির্বাচনী প্রচারের গাড়ি চাপায় শিশুর মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে নির্বাচনী প্রচারের গাড়ি চাপায় শিশুর মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি

গাজীপুরের শ্রীপুরে নির্বাচনী প্রচারের গাড়ি চাপায় এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চালক ও গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহত শিশুর মা মিমি আক্তার।

গত ১৬ মে তিনি বাদী হয়ে এ মামলা করেন। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকবর আলী খান।

এদিকে নির্বাচনী প্রচারের গাড়ি চাপায় এ ঘটনার অভিযোগে উপজেলা পরিষদের এক চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মামুনুল করিম বরারবর লিখিত অভিযোগ দেওয়া হয়। এর পরিপ্রক্ষিতে তিন সসদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

নিহত শিশু নাম ইয়াসিন (৪)। সে গাজীপুর মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের হাতিয়াব এলাকার জহিরুল ইসলামের ছেলে। শিশুটি তার মায়ের সাথে শ্রীপুর উপজেলার মূলাইদ গ্রামের নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মে (বুধবার) সকাল ১০টার দিকে মুলাইদ সফিক মোড় এলাকায় অজ্ঞাত মাইক্রোবাস চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় শিশু ইয়াসিনকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।

এরপর স্থানীয়দের সহযোগিতায় শিশুকে উদ্ধার করে স্থানীয় আলহেরা হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর দ্রুত অ্যাম্বুলেন্স যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রওনা হলে পথি মধ্যে শিশুর অবস্থার অবনতি হলে ত্রিশাল উপজেলার এমসি নামের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। ওই ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে এগারোটা দিকে শিশুর মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকবর আলী খান বলেন, শিশু মৃত্যুর বিষয়টি আমলে নিয়ে থানায় মামলা রুজু হয়েছে। অজ্ঞাতনামা চালক ও গাড়ি শনাক্ত করতে কাজ করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে চালককে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

উল্লেখ্য, চাপা দেওয়া গাড়িটি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল আনারস প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণরায় ব্যবহৃত বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাঁর প্রার্থিতা বাতিল চেয়ে গত বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুল করিম বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। নির্বাচনে ঘোড়া প্রতীকের অপর প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড় ভাই জামিল হাসান দুর্জয়। তাঁর কর্মী আশিক বিন ইদ্রিস বাদী হয়ে এ অভিযোগ দেন।

সওজের জমি দখল করে সাইনবোর্ড, মাটি ভরাট

উত্তরায় ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জন গ্রেপ্তার

হিন্দুধর্ম অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, ৫ সদস্যের তদন্ত কমিটি

শূকরের বাচ্চা নিয়ে মারামারি, বিএনপির দুই নেতা আহত

মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

এটিজেএফবি অ্যাভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

ঢাবি এলাকায় অটোরিকশা ভাঙচুর করে ছিনতাইচেষ্টা, আটক ৪

গজারিয়ায় মেঘনা নদীতে অজ্ঞাত তরুণের লাশ

দুটি ছাত্রসংগঠনের বাধার আশঙ্কায় ঢাবিতে আরেফিন সিদ্দিকের দোয়া মাহফিল স্থগিত

সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ