হোম > সারা দেশ > ঢাকা

নৌকায় ভোট চেয়ে বহিষ্কার হলেন যুবদল নেতা সানু ও কাউন্সিলর জাহিদ

দোহার (ঢাকা) প্রতিনিধি

নৌকায় ভোট চাওয়ায় ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সানু এবং দোহার উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও দোহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর ইকবাল জাহিদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

এর আগে গত ২৭ ডিসেম্বর উপজেলার বানাঘাটায় নৌকার প্রার্থী সালমান এফ রহমানের নির্বাচনী সভায় উপস্থিত হয়ে বক্তব্য দেন তানভীর আহমেদ সানু ও জাফর ইকবাল জাহিদ। তাঁরা উন্নয়নের স্বার্থে সালমান এফ রহমানের পক্ষে নৌকায় ভোট চান। এ সময় তানভীর আহমেদ সানু সবাইকে হাত তুলে নৌকায় ভোট দেওয়ার শপথ করান।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সানু বলেন, ‘আমি একজন ব্যবসায়ী। আমি কোনো সময়ই বিএনপিতে ছিলাম না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যিনি প্রেস রিলিজ দিয়েছে, তাঁকে জিজ্ঞেস করেন যে, আমি কখন কোন পদে ছিলাম।’

দোহার উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও দোহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর ইকবাল জাহিদকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা না মানায় তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এই অবৈধ নির্বাচনে বিএনপির যারা কাজ করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন