হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে নারী পোশাককর্মীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী কলেজগেট এলাকা থেকে বুলবুলি বেগম (৩৪) নামে এক নারী পোশাককর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

মৃত বুলবুলি বেগম নওগাঁর মহাদেবপুর থানার বামনসাতা গ্রামের আয় বাবুর মেয়ে। গাজীপুরে স্থানীয় ওরিয়েন্ট এলিউর লিনজেরি লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় সুইং সেকশনের সুইং হেলপার হিসেবে কাজ করতেন। মহানগরীর কোনাবাড়ী থানাধীন কলেজগেট এলাকায় স্থানীয় মিজান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তিনি। 

স্থানীয়রা জানান, বুলবুলি বেগম ভাড়া বাসায় স্বামী মাসুদ রানার সঙ্গে থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। মাসুদ রানা হচ্ছেন মৃত বুলবুলির দ্বিতীয় স্বামী। গতকাল শুক্রবার রাতে বুলবুলির বোন খোঁজ নিতে বাসায় এসে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় পান। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং দেখেন ঘরের মেঝেতে বুলবুলির মরদেহ পড়ে থাকতে দেখেন। 

খবর পেয়ে কোনাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় স্বামী মাসুদ সেখানে ছিলেন না। ঘটনার পর গাজীপুর পিবিআই ও সিআইডির পৃথক দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘরের মেঝেতে পড়ে থাকা নারী পোশাককর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।’ 

ওসি আরও বলেন, ‘এ ঘটনার পর থেকে পোশাককর্মী বুলবুলির স্বামী পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনিগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন