হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর চকবাজারে রাসায়নিক গুদামে আগুন, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর চকবাজারে একটি রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে চকবাজারের ইসলামবাগ এলাকায় অবস্থিত ওই রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাত সাড়ে ৩টা দিকে তাঁরা আগুন লাগার খবর পান। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রচেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

রাশেদ বিন খালেদ আজকের পত্রিকাকে জানান, শুরুর দিকে ৯টি ইউনিট কাজ শুরু করলেও আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন না নেভায় এখনো সেখানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে বলে জানান তিনি। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার চকবাজারের অগ্নিকাণ্ডের বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘গোডাউনে কী ধরনের কেমিক্যাল ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মালিকপক্ষ ও স্থানীয়রা জানিয়েছেন, সেখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে। এর জন্য আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে।’ 

তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এ দুই কর্মকর্তা। এমনকি এই অগ্নিকাণ্ডের ফলে আর্থিক ক্ষয়ক্ষতি কেমন হতে পারে তা জানা যায়নি এখনো।

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন