হোম > সারা দেশ > ঢাকা

সেই কৃষক লীগ নেতার বাড়ির রাস্তার ইট তুলে নিল ঠিকাদার

গাজীপুরের শ্রীপুরে কৃষক লীগ নেতার বাড়ির পাশে সরকারি টাকায় নির্মিত রাস্তা থেকে অবশেষে ইট তুলে নিল ঠিকাদার। 

আজ শুক্রবার সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কৃষক লীগ নেতা সূর্যত আলীর বাড়ির পাশে নির্মিত তিনটি রাস্তার ইট তুলে নেয়।

জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সরকারি খরচে নেতার বাড়ির জন্য তিনটি রাস্তা নির্মাণের খবর দৈনিক আজকের পত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।  এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে। 

শিমুলতলী গ্রামের স্বঘোষিত কৃষক লীগ নেতা সূর্যত আলী রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাকা রাস্তাসংলগ্ন তাঁর বাড়ির দুপাশে তিনটি ইট বিছানো রাস্তা নির্মাণ করে নেন। সরকারি টাকায় এভাবে রাস্তা নির্মাণ করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। 

জানা গেছে, সূর্যত আলী উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। তবে সূর্যত আলী নিজেকে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি দাবি করলেও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তা অস্বীকার করেছেন।

স্থানীয়রা জানান, এলাকায় বহু জনগুরুত্বপূর্ণ রাস্তা থাকার পরও ওই নেতা তাঁর বাড়ির পাশে তিনটি রাস্তা নির্মাণ করে নেন। সরকারি টাকা নয়-ছয় করে তিনটি রাস্তা নির্মাণের খবর সংবাদমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। 

এ ব্যাপারে সূর্যত আলী বলেন, ‘আমি সরকারিভাবে রাস্তা পেয়েছিলাম। ঠিকাদার আমার রাস্তার ইট তুলে নিয়েছে। আমি অনেক অনুরোধ করার পরও শুনল না।’

শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রফিকুল আহসান বলেন, ‘বিধি মোতাবেক সরকারি রাস্তা নির্মাণ করা হয়ে থাকে। প্রকল্পভুক্ত এলাকার বাইরে রাস্তা থেকে ইট তুলে নেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। সেই অনুযায়ী ঠিকাদার ব্যবস্থা নিয়েছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭