কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় অজ্ঞাতপরিচয় যুবকের (২০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ৩টার দিকে উপজেলা সদরের বলধা বাজারের পাশের শীতলক্ষ্যা নদীর ঘাট থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, কালো ট্রাউজার ও চেক টি-শার্ট পরা ওই লাশ নদীতে ভাসতে দেখা যায়। তারা খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।