Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রায়পুরায় নির্বাচনী সহিংসতার ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রায়পুরায় নির্বাচনী সহিংসতার ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

নরসিংদীর রায়পুরার বাঁশগাড়িতে নির্বাচনী সহিংসতায় ৩ জন নিহতের ঘটনায় বর্তমান নির্বাচিত চেয়ারম্যান রাতুল হাসান জাকিরসহ ২ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৪ রাউন্ড গুলি, ২টি বিদেশি ওয়ানশুটারগান ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- রায়পুরার বালুয়াকান্দি এলাকার হাসান আলীর ছেলে ও নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল হাসান জাকির (৩২) ও বটতলী কান্দি এলাকার মোহাম্মদ আলীর ছেলে ফয়সাল আহমেদ সুমন (৩৫)। 

আজ সোমবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর রায়পুরার বাঁশগাড়িতে নির্বাচনী সহিংসতায় ৩ জন নিহতের ঘটনায় গত শুক্রবার মামলা দায়ের করে নিহতের পরিবার। এ ছাড়া বাঁশগাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও তাঁর বন্ধু ফয়সাল আহম্মেদ সুমনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ ১০-১৫টি করে মামলা রয়েছে। এই ঘটনার জেরে গতকাল রোববার রাতে গোপন সূত্রের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন অফিসের ফটকের সামনে অভিযান চালায়। সেখান থেকে রাতুল হাসান জাকির ও তাঁর সহযোগী ফয়সাল আহমেদ সুমনকে গ্রেপ্তার করা হয়। 

পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী রায়পুরা উপজেলার বাঁশগাড়ি এলাকার একটি বালুর মাঠে মাটির নিচ থেকে বস্তার ভেতরে থাকা ২টি ওয়ানশুটারগান, ৪ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়।

গাজীপুরে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত, আটক ২

সওজের জমি দখল করে সাইনবোর্ড, মাটি ভরাট

উত্তরায় ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জন গ্রেপ্তার

হিন্দুধর্ম অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, ৫ সদস্যের তদন্ত কমিটি

শূকরের বাচ্চা নিয়ে মারামারি, বিএনপির দুই নেতা আহত

মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

এটিজেএফবি অ্যাভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

ঢাবি এলাকায় অটোরিকশা ভাঙচুর করে ছিনতাইচেষ্টা, আটক ৪

গজারিয়ায় মেঘনা নদীতে অজ্ঞাত তরুণের লাশ

দুটি ছাত্রসংগঠনের বাধার আশঙ্কায় ঢাবিতে আরেফিন সিদ্দিকের দোয়া মাহফিল স্থগিত