Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, তিন ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, তিন ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক

রাজবাড়ীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজবাড়ীর সঙ্গে ঢাকা ও খুলনার এবং রাজবাড়ী-দৌলতদিয়া রেলপথে যোগাযোগ বন্ধ ছিল তিন ঘণ্টা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা হলে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী রেলস্টেশনের স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, মালবাহী ট্রেন (স্টোর ভ্যান) খুলনা থেকে ছেড়ে এসেছিল। এটি সকালে রাজবাড়ীর ২ নম্বর রেলগেট এলাকার ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে (সিক লাইন) ঢোকার সময় লাইনচ্যুত হয়। পরে ১০টা ৩০ মিনিটে ট্রেনটি উদ্ধার করা হয়।

স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত আরও বলেন, মালবাহী ট্রেনটি তিন ঘণ্টা লাইনচ্যুত থাকার কারণে দুটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। দৌলতদিয়া ঘাট থেকে পোড়াদহগামী শাটল ট্রেনটি দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে এসে সকাল ৮টায় রাজবাড়ী স্টেশন থেকে পোড়াদহের উদ্দেশে ছেড়ে যায়। সেই ট্রেনটি রাজবাড়ী স্টেশনের আগে পাচুরিয়া স্টেশনে থেমে আছে। ভাঙা থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া ট্রেনটির শিডিউল বিপর্যয় ঘটেছে। তবে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস সঠিক সময়েই রাজবাড়ী এসে পৌঁছাবে। এ ছাড়া বাকি ট্রেনগুলোর শিডিউলে কোনো সমস্যা হবে না।

রাজবাড়ীতে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের কাজে ব্যন্ত রেলওয়ের কর্মীরা। ছবি: আজকের পত্রিকাকেন ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তার কারণ এখনো জানা যায়নি বলে জানান এই কর্মকর্তা।

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল