হোম > সারা দেশ > ঢাকা

সাভারে কেকের প্যাকেটে লুকানো ১১০০ পিস ইয়াবা জব্দ

সাভার (ঢাকা) প্রতিনিধি

কেকের প্যাকেটের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ১০০ ইয়াবা বড়ি জব্দ করেছে সাভার মডেল থানার পুলিশ। এ সময় আবদুল্লাহ আল মামুন (৩৮) নামে এক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামি সুজন খান (২২) পলাতক।

মামুন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গান্দি দেওপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইলের বিভিন্ন থানায় অন্তত ৯টি মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত মামুন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। 

সাভার মডেল থানার এসআই হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা গেলেও তাঁর সঙ্গে থাকা সুজন পালিয়ে যান। এ সময় মামুনের হাতে থাকা কেকের প্যাকেটের ভেতরে লুকিয়ে রাখা ১ হাজার ১০০ বড়ি ইয়াবা জব্দ করা হয়। মামুন বিভিন্ন সময়ে কৌশলে কক্সবাজার থেকে মাদক নিয়ে আসেন। টাঙ্গাইলে বিভিন্ন মামলা থাকার কারণে গোপনে সাভারের আউকপাড়ায় স্ত্রীসহ বসবাস করে আসছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭