Ajker Patrika
হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে সহিংসতায় আহতের ১১ দিন পর ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিনিধি

নরসিংদীতে সহিংসতায় আহতের ১১ দিন পর ঢামেকে মৃত্যু

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নরসিংদীতে গুলিবিদ্ধ আব্দুর রহমান (৪৪) নামের এক ব্যক্তির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পিঠে গুলিবিদ্ধ হয়ে ১১ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়। 

হাসপাতালে নিহত আব্দুর রহমানের শ্যালক মো. হ‌ুমায়ূন কবির আজকের পত্রিকাকে জানান, তাঁদের বাড়ি নরসিংদী সদর উপজেলার দক্ষিণ চৌয়া গ্রামে। আব্দুর রহমানের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। তিনি গ্রামে কৃষিকাজ করতেন। 

হ‌ুমায়ূন কবির আরও জানান, গত ২০ জুলাই (শনিবার) বেলা সাড়ে ৩টার দিকে নরসিংদীর পাঁচদোনা বাজারে যাচ্ছিলেন আব্দুর রহমান। বাজারে পৌঁছানোর আগেই পাঁচদোনা মোড়ে রাস্তা পার হওয়ার সময় তাঁর পিঠে একটি গুলি লাগে। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে ওই দিনই তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। 

নিহত আব্দুর রহমান আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করেন তার শ্যালক হ‌ুমায়ূন কবির। 

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ওই ব্যক্তির পিঠে গুলি বিদ্ধ হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সংঘর্ষের পর সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটি বন্ধ, পাল্টাপাল্টি দোষারোপ

ডাকসু নেতা সর্বমিত্রের ‘ঠ্যাং ভাঙা’ সন্ত্রাসের হুমকি সহ্য করা হবে না: ঢাবি ছাত্র ইউনিয়ন

বামপন্থীদের ‘মেরে ঠ্যাং ভেঙে’ দিতে চান ডাকসু নেতা সর্বমিত্র, অভিযোগ ঢাবি শিক্ষার্থীর

রাজধানীতে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯

প্রয়াত মন্ত্রী নাসিমের স্ত্রী, দুই ছেলেসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলা: আদালতে তিন সাংবাদিককে হেনস্তার অভিযোগ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের স্থান সবুজায়নে চুক্তি

রাজধানীতে আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ২১

রাজধানীর হাজারীবাগে বাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

হাত উঁচিয়ে ছিনতাইকারী বললেন, ‘আবার আসব, ভাঙ্গা শহর তছনছ করে ফেলব’