Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে দোকানে আগুন, নিহত ১

ঢামেক প্রতিবেদক

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে দোকানে আগুন, নিহত ১
মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলায় এ অগ্নিকাণ্ড ঘটে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে একটি লেপ-তোশকের দোকানে আগুন লেগেছে। এ ঘটনায় আমিন উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর সোয়া ৪টার দিকে এলাকার মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ভোর ৪টা ১০ মিনিটে পাঁচতলা ভবনটির নিচতলায় লেপ-তোশকের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫টা ১২ মিনিটে আগুন নির্বাপণ করে। এর মধ্যে ওই ভবনের বিভিন্ন তলা থেকে ১৮ জনকে দগ্ধ ও অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় তলা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

লেপ-তোশকের দোকানটির পাশে ‘রিয়েল উড’ নামে একটি ফার্নিচার দোকানে কর্মরত আমিন উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফার্নিচারের দোকানটির মালিক আতিকুর রহমান জানান, তাঁর দোকানে দুজন ম্যানেজার ও একজন কর্মচারী রাতে ঘুমিয়েছিলেন। তাদের মধ্যে আমিন উদ্দিন নামে ওই বৃদ্ধ ম্যানেজার আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। অপর কর্মচারী ধোঁয়ায় সামান্য আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

আতিকুর রহমান আরও জানান, আমিন উদ্দিনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। বর্তমানে ওই ফার্নিচার দোকানে থাকতেন তিনি। আনুমানিক তিন বছর ধরে ওই দোকানে ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।

মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলায় এ অগ্নিকাণ্ড ঘটে। ছবি: আজকের পত্রিকা
মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলায় এ অগ্নিকাণ্ড ঘটে। ছবি: আজকের পত্রিকা

আগুনের বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন ঢাকা মেডিকেলের পুরোনো বার্ন ইউনিটের চিকিৎসাধীন রয়েছেন।

মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলায় এ অগ্নিকাণ্ড ঘটে। ছবি: আজকের পত্রিকা
মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলায় এ অগ্নিকাণ্ড ঘটে। ছবি: আজকের পত্রিকা

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

বন্ধের পথে শিল্প উৎপাদন

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন