হোম > সারা দেশ > ঢাকা

রোজিনা ইসলামের মামলা-বিব্রত পুলিশ, মুখে কুলুপ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সাংবাদিক রোজিনা ইসলামের মামলার তদন্ত অগ্রগতি নিয়ে মুখে কুলুপ এটেছে পুলিশ কর্মকর্তারা। স্পর্শকাতর মামলা বিবেচনায় কথা বলতে বিব্রত হচ্ছেন। তবে সিসিটিভির ফুটেজ ও রোজিনা ইসলামের কাছ থেকে জব্দ করা দুইটি মোবাইল ফোনকে ঘিরে তদন্ত আগাচ্ছে বলে একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

পেশাগত দায়িত্ব পালনের সময় সোমবার সচিবালয়ে রোজিনা ইসলামকে হেনস্তা পর নথি চুরি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেপ্তার করা হয়। কাশিমপুর কারাগারে বন্দী রোজিনা ইসলামের জামিন আদেশ আগামীকাল রোববার।

মামলার তদন্তের অগ্রগতি ও কী ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক আজকের পত্রিকাকে বলেন, এটা একটা স্পর্শকাতর মামলা। মামলার সম্পর্কে আমরা কিছু বলবো না। আপনারা জানতে চাইলে আমরা বিব্রত হই। কত দিনে তদন্ত শেষ হবে এটাও বলা সম্ভব না। শুধু বলবো, আমরা সঠিক ভাবে মামলার তদন্ত করে দ্রুততম সময়ে আদালতে জমা দেবো।

ডিবি রমনা বিভাগের দুজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ঘটনার দিনের পুরো সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। যাতে সেই দিনের চিত্রটা আমরা বুঝতে পারি। রোজিনা ইসলামকে নাজেহাল করা হলে সেটাও উঠে আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ভিডিও সংগ্রহ করছি।

রোজিনা ইসলামের কাছ থেকে জব্দ হওয়া দুইটি মোবাইল ফোন ফরেনসিক ল্যাবে পাঠানো হবে জানিয়ে তাঁরা বলেন, তিনি স্পর্শকাতর নথির ছবি তুলেছেন বলে অভিযোগ করা হয়েছে। মোবাইল দিয়ে তিনি কী ধরনের ছবি তুলেছেন তা বের করতে মোবাইল ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। ছবি তুলে যদি ডিলেটও করে থাকেন তাহলেও সেটা বোঝা যাবে। মামলার সব নথিপত্র ও জব্দ হওয়া কাগজপত্র যাচাই-বাছাই শুরু করেছে ডিবি। তবে আমরা মূলত মামলার ফরেনসিক তদন্তের দিকে গুরুত্ব দিচ্ছি।

কিশোরগঞ্জে ২ দিন ধরে পানি নেই হাসপাতালে, রোগীদের ভোগান্তি চরমে

এবার বাসে ওঠা নিয়ে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

পুলিশ সুপারসহ দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাজধানী থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা শিশির কারাগারে

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

এস কে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

সেকশন