Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনাসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনাসভা অনুষ্ঠিত
বিরল ও গুরুত্বপূর্ণ ছবি নিয়ে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী আয়োজিত হয়। ছবি: আজকের পত্রিকা।

মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে সংঘটিত নির্মম হত্যাযজ্ঞের বিরল ও গুরুত্বপূর্ণ ছবি নিয়ে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনাসভার আয়োজন করেছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)।

আজ বৃহস্পতিবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ডিএফপি প্রাঙ্গণে এই প্রদর্শনী আয়োজিত হয়। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম। এ সময় অধিদপ্তরের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে ডিএফপি মিলনায়তনে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় মূল বক্তা হিসেবে মহাপরিচালক খালেদা বেগম ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার প্রেক্ষাপট ও ভয়াবহতা নিয়ে আলোচনা করেন।

বিরল ও গুরুত্বপূর্ণ ছবি নিয়ে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী আয়োজিত হয়। ছবি: আজকের পত্রিকা।
বিরল ও গুরুত্বপূর্ণ ছবি নিয়ে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী আয়োজিত হয়। ছবি: আজকের পত্রিকা।

তিনি সবাইকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, নতুন প্রজন্মের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও আলোচনা করেন—চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (চলচ্চিত্র) মো. জাহিদুল ইসলাম, পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মোহাম্মদ ফখরুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও প্রকাশনা) মুহা. শিপলু জামান প্রমুখ।

বক্তারা বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে প্রাপ্ত বাংলাদেশের উন্নয়নে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

এ ছাড়া ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যায় শাহাদাত বরণকারী এবং মহান মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

রক্তমাখা ভ্যান দেখিয়ে দিল ‘খুনিকে’, উদ্ধার গলাকাটা লাশ

টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

আনন্দের ঈদ শেষে ঢাকা ফিরছে নগরবাসী

সখীপুরে স্থানীয়দের দেওয়া আগুনে পুড়ছে সংরক্ষিত বন

জনবল সংকটে ধুঁকছে জিসিসি

মেঘনা নদীতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

মুক্তিযোদ্ধার হাত ভেঙে দেওয়ার পর বাড়ি লুট

মতিঝিলে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত, চালকসহ গ্রেপ্তার ২

ডিসেম্বরের পরে জুনে বলবে, ফ্যাসিস্টের জন্মদিনে নির্বাচন হতে পারে না: ফজলুর