হোম > সারা দেশ > ঢাকা

ওষুধে মশা মরে না, কিছুক্ষণ চুপ থেকে আবার শুরু: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘ডেঙ্গু নিয়ে কার্যক্রম আমরা সারা বছর অব্যাহত রাখি। মসকিটো ওয়েল নামে একটা তেল পাওয়া যায়। এটা একটি কোম্পানি থেকে কিনে সব সময় দিয়ে আসতাম। কিন্তু এখন মশার ওষুধে মশা মরে না। মশা কিছুক্ষণের জন্য চুপ থাকে, এরপর আবার শুরু হয়! তাই বর্তমানে যেই ওষুধ ব্যবহার করি সেটা দিয়ে মশা পুরোপুরি নিধন সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা।’ 

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত নগর সমন্বয় কমিটির সভায় মেয়র এই মন্তব্য করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। 

ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালাতে ম্যাজিস্ট্রেট চেয়ে মেয়র বলেন, ‘ম্যাজিস্ট্রেট ছাড়া আমরা ডেঙ্গু প্রতিরোধে অভিযান করতে পারি না। ঢাকায় ম্যাজিস্ট্রেটরা অনেক অভিযান চালায় এবং জরিমানা করে। সিটি করপোরেশনের আইনে বেশি জরিমানা করার বিধান নেই। যদি আপনি (জেলা প্রশাসক) একটা টিম করে দেন তাহলে ভালো হয়। আমি লোকজন দিয়ে সাপোর্ট দেব আপনাদের। আমাদের এক সঙ্গে চলতে হবে। এসপিও যদি সহযোগিতা করে তাহলে আরও ব্যাপকভাবে এই কাজটা করতে পারি।’ 

সভায় জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ‘নতুন হওয়ার কারণে অনেক বিষয় আমার জানা নেই। আমি নিজেই যানজটে আটকাই। তখন কাউকে ম্যাসেজ দিয়ে রাস্তা ক্লিয়ার করে যেতে হয়। আর ডেঙ্গুর বিষয়টি মেয়র যেটা বললেন আমরা অভিযান চালাব। অভিযান মানে শুধু জরিমানা করার জন্য নয়। এটা মানুষকে সচেতন করার জন্য করব। আর ফুটপাত, ট্রাক স্ট্যান্ডসহ অনেকগুলো সমস্যার কথা উঠে এসেছে। আমরা এই বিষয়টি সমাধানে মালিক সমিতি, শ্রমিক সমিতির সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করব।’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

সেকশন