হোম > সারা দেশ > ঢাকা

সাভারে এসি বিস্ফোরণে উড়ে গেল দোকান, বেশ কয়েকজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে একটি দরজির দোকানে এসি বিস্ফোরণে অন্তত সাতজন দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে গেন্ডা এলাকা এ ঘটনা ঘটে। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৯টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডের কাছে আদ্রিতা ফেব্রিকস অ্যান্ড টেইলার্স নামের একটি দোকানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে টিনের তৈরি দোকানটি উড়ে যায়। এ সময় দোকান মালিক ইউসুফ আলী ও কর্মচারী নাহিদ মিয়া এবং দোকানের সামনে থাকা রিকশাচালক শিমুল মোল্লাসহ অন্তত সাতজন দগ্ধ বা আহত হন। তাঁদের প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পড়ে অবস্থার অবনতি ঘটলে অগ্নিদগ্ধ ইউসুফ ও নাহিদসহ তিনজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। 

সাভার ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, ‘দোকানটিতে ব্যবহৃত এসি থেকে বিস্ফোরণ  ঘটে। এসি বিস্ফোরণে দোকানটি উড়ে যায়। এতে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।’ 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্জামান বলেন, ‘বিস্ফোরণে বেশ কয়েকজন দগ্ধ এবং আহত হওয়ার কথা শুনেছি। তাঁদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে, যাদের শেখ হাসিনা জাতীয় বান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য