Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে আহত কিশোর মারা গেছে

অনলাইন ডেস্ক

ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে আহত কিশোর মারা গেছে

মৃত্যুর সঙ্গে ১৩ দিন লড়াই করে শেষ পর্যন্ত হার মানল ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে আহত ১৬ বছর বয়সী গাজীপুরের এক কিশোর। জয়দেবপুর থেকে শ্রীপুরে বাড়ি ফেরার সময় সে শরীরে আঘাত পেয়েছিল।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়নব আক্তার এ তথ্য জানান। 

নিহত স্বপন মিয়া (১৬) গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার ফালান মিয়ার ছেলে। সে সবজি বিক্রেতা ছিল। গত ১৫ জুন ঘটনার দিন সবজি বিক্রি শেষ করে বাড়ি ফিরছিল সে। 

এসআই জয়নব আক্তার আজকের পত্রিকাকে বলেন, স্বপন বাড়ি ফেরার জন্য জয়দেবপুর রেলস্টেশন থেকে জামালপুরগামী কমিউটারের ছাদে ওঠে। ট্রেনটি কাওরাইদে পৌঁছার আগে ছাদ থেকে পড়ে গিয়ে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায় সে। তাকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জয়নব বলেন, পাঁচ দিন চিকিৎসার পর ২০ জুন তাকে বাড়িতে নেওয়া হয়। ২৩ জুন অসুস্থ বোধ করলে তাকে ময়মনসিংহের চরপাড়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

৩ কোটি টাকার আইসিইউ বিভাগ, জনবলসংকটে অচল

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন