প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধনের পর ফরিদপুরের ভাঙ্গায় জনসভায় যোগ দেবেন। রেল উদ্বোধন শেষে আজ মঙ্গলবার বেলা ২টার দিকে ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।
এই জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই দলে দলে নেতা-কর্মীরা আবু ইউসুফ স্টেডিয়ামে আসতে শুরু করেছেন। দুপুর পর্যন্ত প্রখর রোদ আর গরম উপেক্ষা করে তাঁরা মাঠে অবস্থান করছেন।
শেখ হাসিনাকে বরণ করে নিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলাসহ ফরিদপুর সেজেছে নতুন রূপে। এক্সপ্রেসওয়ের ভাঙ্গা রেলওয়ে স্টেশন ও জংশনসংলগ্ন এলাকায় নির্মাণ করা হয়েছে তোরণ।
ফরিদপুরের ভাঙ্গার জনসভায় উপস্থিত বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মুন্নু বলেন, ‘আমরা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের বহরের সঙ্গে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে এসেছি। প্রধানমন্ত্রীকে সরাসরি আজ দেখার সুযোগ হবে ভেবে ভালো লাগছে। তাই সকাল সকাল চলে এসেছি।’
আলফাডাঙ্গা উপজেলা সদর থেকে আসা এনায়েত হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভায় আগে আগে চলে এসেছি, যাতে সামনের দিকে জায়গা পাই। তাঁকে একনজর দেখার জন্য আগে আগেই চলে এসেছি। পরে ভিড় হলে তো সামনের দিকে থাকতে পারব না।’
ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের সঙ্গে সমন্বয় করে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে পুরো ভাঙ্গাকে ঢেকে দেওয়া হয়েছে। বাহিনীর পোশাকের পাশাপাশি সাদা পোশাকে বিপুলসংখ্যক গোয়েন্দা সংস্থার সদস্য ভাঙ্গায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।