৩ দফা দাবিতে জাবির আইন অনুষদের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জাবি প্রতিনিধি

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ২২: ৪৯
জাবিতে আইন অনুষদের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

ফলাফল পুনর্মূল্যায়নসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

দাবিগুলো হলো–আইন অনুষদের ৪৯ তম ব্যাচ থেকে ৫১ তম ব্যাচের ফলাফল পুনর্মূল্যায়ন, ভর্তি পরীক্ষায় আইন অনুষদের জন্য আগের মতো আলাদা ইউনিট করা ও স্থায়ী ভবন বরাদ্দ করা।

এ বিষয়ে আইন অনুষদ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) মো. আসিফুল হাসান অমিত বলেন, ‘দীর্ঘ প্রায় ৬ মাস ধরে আমরা আইন অনুষদের স্থায়ী ভবন ও ৪৯ ব্যাচ থেকে ৫১ ব্যাচের প্রশ্নবিদ্ধ ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে আন্দোলন করে আসছি। প্রশাসন বারবার আশ্বাস দিলেও তদন্ত কমিশন গঠন ছাড়া কোনো দৃশ্যমান ফল দেখতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘২টি ক্লাস রুমে আমাদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করা একেবারেই অসম্ভব। আমরা আইন অনুষদের সাধারণ শিক্ষার্থীরা এসব ন্যায্য দাবির বিষয়ে যথোপযুক্ত সিদ্ধান্ত নিয়েই ফিরব। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী এফ ইউনিট পুনরায় চালু করে নতুন ভর্তি বিজ্ঞপ্তি দেওয়ার দাবি জানাচ্ছি।’

জাবি ছাত্রদলের কমিটিতে ‘ত্যাগী’ ও ‘নির্যাতিতদের’ পদ দেওয়ার দাবি

আড়াইহাজারে মধ্যরাতে গণপিটুনিতে ডাকাতিসহ একাধিক মামলার আসামি নিহত

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: তেজগাঁও ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

৯ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু