হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

চকলেট দিলেন, ভোট চাইলেন, অতঃপর...

সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ থেকে 

ঘুড়ি প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনার সুযোগ হাতছাড়া করবেন কেন! বুথে বসেই ভোট চাওয়া শুরু করেন তিনি। শুধু তাই নয়, পোলিং অফিসারকে চকলেটও দেন। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ নম্বর কক্ষে এমন ঘটনা ঘটেছে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে জানাতেই ছুটে এসে সরিয়ে দেন ওই পোলিং এজেন্টকে। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে নিজের নেমপ্লেটও সরিয়ে রাখেন। নানা যুক্তি দিয়ে দায় এড়াতে চাইছিলেন। তবে প্রিসাইডিং অফিসার শেষ পর্যন্ত তাঁকে সরিয়ে দেন।

বুথে থাকা যে পোলিং অফিসারকে চকলেট দিয়েছিলেন, সেই পোলিং এজেন্টকে প্রিসাইডিং অফিসার বুথে এলে আর দেখা যায়নি। সেখানে বাকি অফিসারদের সতর্ক করে বিদায় হন প্রিসাইডিং অফিসার। 

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ভোটকেন্দ্রের আচরণবিধি ঠিক রাখার।’ 

উল্লেখ্য, ১১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলরের স্থানে নির্বাচন করছেন কাউন্সিলরপুত্র শাহাদাত হোসেন বাবু। তাঁর প্রতীক ঘুড়ি। প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন অহিদুল ইসলাম ছক্কু। তাঁর প্রতীক ঝুড়ি। 

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য