হোম > সারা দেশ > মানিকগঞ্জ

চাকরির প্রলোভনে হোটেলে নিয়ে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি

চাকরির প্রলোভন দিয়ে মানিকগঞ্জের দুই মাদ্রাসাছাত্রীকে ঢাকায় হোটেলে নিয়ে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মানিকগঞ্জের সাটুরিয়া থানায় আজ বৃহস্পতিবার দুজনের নামে মামলা করেছেন এক ভুক্তভোগীর বাবা। 

আসামিরা হলেন উপজেলার গোলড়া গ্রামের নুসরাত জাহান তানজিনা এবং মো. হৃদয়। পুলিশ নুসরাতকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

জানা গেছে, ভুক্তভোগী দুই মাদ্রাসাছাত্রীর একজনের বয়স ১৭ বছর এবং অন্যজনের ১৫ বছর। পূর্বপরিচিত নুসরাত তাদের পোশাকের দোকানে চাকরি দেওয়ার কথা বলেন। তারা রাজি হলে নুসরাত ৪ মার্চ হৃদয় নামের এক যুবকের সঙ্গে তাদের ঢাকায় পাঠান। পরে হৃদয় তাদের একটি আবাসিক হোটেলে নিয়ে দেহ ব্যবসায় বাধ্য করেন। গতকাল বুধবার তারা কৌশলে বাড়ি ফিরে অভিভাবকদের ঘটনাটি জানায়। এ ঘটনায় পুলিশ বুধবার রাতেই ঢাকা থেকে নুসরাতকে আটক করে। 

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় উদ্ধার হওয়া এক শিক্ষার্থীর বাবা দুজনের নামে মামলা করেছেন। তবে এজাহারে হৃদয়ের ঠিকানা অজ্ঞাত লেখা হয়েছে। পুলিশ নুসরাতকে গ্রেপ্তার করেছে। হৃদয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য