হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বাড্ডার আফতাবনগরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিক মারা গেছেন। তাঁর নাম জাহিদুল ইসলাম (১৭)। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আফতাবনগর ডি-ব্লকে ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বেলা সোয়া ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে মৃত জাহিদের সহকর্মী মো. শামীম হোসেন জানান, তাঁদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। জাহিদের বাবার নাম মো. জালাল হোসেন। বর্তমানে আফতাবনগরের ওই ভবনেই থাকত। জাহিদ রাজমিস্ত্রির কাজ করত। 

সকাল থেকে তাঁরা নির্মাণাধীন ৮তলা ভবনের দ্বিতীয় তলায় প্লাস্টার কাজ করার সময় বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে নিচে পড়ে যান জাহিদ। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আফতাবনগর এলাকা থেকে ওই শ্রমিককে সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, ভবনের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নগরকান্দায় ঢাল-সরকি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

জাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা চেষ্টা, ক্যাম্পাসে উত্তেজনা

এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

সেকশন