হোম > সারা দেশ > ঢাকা

দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না: তাজুল ইসলাম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। যুদ্ধ বিধ্বস্ত দেশকে স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন তাঁর কন্যা শেখ হাসিনা। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। তাঁর সুদৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের সক্ষমতা বেড়েছে। দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তাই উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা যাবে না।’ 

আজ রোববার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগ। তাই সকলে ভেদাভেদ ভুলে আগামী দিনে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে একযোগে কাজ করতে হবে।’ প্রতিকূলতা মোকাবিলা করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে স্থানীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। 

পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী। 

এর আগে ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রায় সোয়া তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনতলা বিশিষ্ট পাকুন্দিয়া পৌর ভবন উদ্বোধন করেন মন্ত্রী। 

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন