হোম > সারা দেশ > ঢাকা

কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষে আহত ৬

মাদারীপুর প্রতিনিধি

আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ১২: ০২
কালকিনিতে বিএনপি-ছাত্রদলে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার রমজানপুর ইউনিয়নের নতুন টরকী বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জুয়েল ব্যাপারী (৪০), আকতার ব্যাপারী (৪২), মিলন ব্যাপারী (৩২) ও জুয়েল ব্যাপারী (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন মোল্লার সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার ছাত্রদল নেতা শাকিব ইসলাম নয়ন ও মিলন ব্যাপারীর চলছিল। এরই জেরে দুই পক্ষ গত রাতে নতুন টরকী বাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে উভয় পক্ষের ছয়জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পাশের বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে জুয়েল ব্যাপারীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালকিনিতে বিএনপি-ছাত্রদলে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের আমরণ অনশন, জোর করে সরিয়ে দিল পুলিশ

‘ছাগল-কাণ্ডে’ আলোচিত মতিউর ৩ দিনের রিমান্ডে, স্ত্রী লায়লা কারাগারে

নারীর সঙ্গে মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল, রাজৈরে দুই এএসআই ক্লোজড

পেঁয়াজ ও রসুনখেতে ৩৭০ গাঁজাগাছ, যুবক গ্রেপ্তার

সেকশন