Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২০ শিশু

প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২০ শিশু

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মামরদী গ্রামে মসজিদে গিয়ে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে স্থানীয় ২০ শিশু। এই কাজের পুরস্কার হিসেবে তাদেরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

এ ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার অংশগ্রহণ করে গ্রামের স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ২৯ জন শিক্ষার্থী। কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মামরদী গ্রামের কৃতি সন্তান অধ্যাপক মাওলানা মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে মামুরদী উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কতিপয় ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে এ আয়োজন করা হয়। 

আনুষ্ঠানিকভাবে গতকাল বৃহস্পতিবার বিকেলে মামরদী উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ২০ ছাত্রর হাতে পুরস্কার বাইসাইকেল ও হাত ঘড়ি তুলে দেওয়া  হয়েছে। পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা মাওলানা তোফাজ্জল হোসেন, সৌদি আরবের জেদ্দা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হোসেন, মাওলানা মো. মোফাজ্জল হোসেন। 

এ ব্যাপারে তোফাজ্জল হোসেন জানান, গ্রামের স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রদের মসজিদে এসে জামায়াতে নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের ধারণার চেয়ে অনেক বেশি সাড়া পড়েছে। প্রতিযোগিতায় শুরুতে ২৯ জন অংশ গ্রহণ করে, শেষ পর্যন্ত ২০ জন ছাত্র সফল হয়েছে। 

তিনি আরও জানান, সবাইকে ৬ হাজার ২০০ টাকা মূল্যের প্রিন্স সাইকেল উপহার হিসেবে দেওয়া হয়েছে। এতে খরচ হয়েছে ১ লাখ ২৪ হাজার টাকা। এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছেন এলাকার ব্যক্তি ও কয়েকজন প্রবাসী। 

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি