Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

১৮ ঘণ্টা পর ঢাকা-আশুলিয়া মহাসড়কে যান চলাচল শুরু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

১৮ ঘণ্টা পর ঢাকা-আশুলিয়া মহাসড়কে যান চলাচল শুরু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ করতে গিয়ে মহাসড়কের নিচে থাকা গ্যাসের লাইন লিকেজের ফলে প্রায় ১৮ ঘণ্টা ধরে ঢাকা-আশুলিয়া মহাসড়কের যানচলাচল বন্ধ ছিল। 

আবদুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের আবদুল্লাহপুর মাছের আড়তের বিপরীত পাশের সড়কে শনিবার রাত ২টা ৪৫ মিনিটে গ্যাসের লাইন লিকেজ হয়। এরপর থেকে আজ রোববার রাত ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে রাত ৯টা ৫ মিনিটের দিকে সড়ক খুলে দিলে যান চলাচল শুরু হয়। 

ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রজেক্ট ম্যানেজার কুতুব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘উড়াল সেতুর পিলারের জন্য পাইলিংয়ের কাজ করতে গিয়ে সড়কের নিচে থাকা তিতাস গ্যাসের লাইন ছিদ্র হয়ে যায়। আমরা কাজের সময় তিতাস গ্যাস লাইন লিকেজের বিষয়টি বুঝতে পারিনি।’ 

প্রত্যক্ষদর্শী পথচারী, দোকানদাররা আজকের পত্রিকাকে বলেন, রাস্তার নিচের গ্যাসের লাইন লিকেজ হওয়ার পর থেকে দুপুর পর্যন্ত বিকট শব্দে গ্যাস নির্গত হয়েছে। সকাল থেকেই ওই সড়কটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। আশুলিয়া সড়কের গাড়িগুলো টঙ্গী স্টেশন রোড হয়ে যাচ্ছে।’ 
 
আবদুল্লাহপুর ট্রাফিক বক্সের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) মো. মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করতে মাটি খোঁড়ার সময় পাইলিং মেশিনটি তিতাস গ্যাস লাইনে লেগে লিক হয়ে যায়। আজ দুপুরে তিতাস কর্তৃপক্ষ গ্যাস বন্ধ করেছে।’ 

মেহেদী হাসান বলেন, রাত সাড়ে ৮টার দিকে তিতাস কর্তৃপক্ষ গ্যাসের লাইনটি মেরামত করে। পরে সেই গর্তটি রাত ৯টার দিকে মাটি দিয়ে ভরাট করে। এরপর রাত ৯টা ৫ মিনিট থেকে ঢাকা আশুলিয়া মহাসড়কের যান চলাচল শুরু হয়।’

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন