হোম > সারা দেশ > ঢাকা

নদীর পাড়ে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিখোঁজের একদিন পর এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে দাড়িয়ারকুল নদীর পাড় থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। 

নিহত আরমান শেখ (২০) টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের তপু শেখের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমান জানান, প্রতিদিনের মতো গতকাল শনিবার সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয় আরমান। দুপুরে বাড়িতে ফিরে না আশায় মোবাইল ফোনে কল করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি স্বজনরা। 

আজ রোববার দুপুরে দাড়িয়ারকুলে নদীর পাড়ে স্থানীয়রা গেলে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। 

লাশের মাথায় জখম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন