হোম > সারা দেশ > ঢাকা

কৃষক দলের নেতাদের বিরুদ্ধে মালামাল লুটের অভিযোগ, মহিলা দলের নেত্রীর জিডি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) থেকে ট্রাকসহ মালামাল লুটের অভিযোগ উঠেছে কৃষক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী আয়েশা আক্তার দিনা নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর। এ ঘটনায় গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

থানায় করা জিডিতে উল্লেখ করা হয়েছে, সরকারি নিয়ম মেনে আদমজীর ঊর্মি গার্মেন্টসের সঙ্গে তাঁদের ব্যবসায়িক চুক্তি রয়েছে। ২৯ সেপ্টেম্বর বিকেলে ১৪টি ট্রাকে ওয়েস্টেজ ও গার্বেজ মালামাল বের হয়। এ সময় দুর্বৃত্তরা ট্রাকগুলো কৌশলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অংশীদারদের সহযোগিতায় জালকুড়ি থেকে কিছু মালামাল উদ্ধার করা করা সম্ভব হলেও ৯০ বস্তা এখনো উদ্ধার হয়নি।

ভুক্তভোগী আয়েশা আক্তার দিনা বলেন, তাঁর অংশীদার হিসেবে মহানগর যুবদলের সদস্যসচিব শাহেদ আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু রয়েছেন। তাঁর অভিযোগ, যাঁরা মালামাল লুট করেছেন, তাঁদের অধিকাংশই কৃষক দলের রাজনীতির সঙ্গে জড়িত। বিষয়টি তিনি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কায়সার রিফাতকে জানাতে একাধিকবার ফোন দেন। কিন্তু রিফাত ফোন রিসিভ করেননি।

শাহেদ আহমেদ ও মমিনুর রহমান বাবু বলেন, ‘মালামাল লুটের পেছনে কৃষক দলের নামধারী মাহাবুব, কাওছার, আমান, শামীম ঢালী, সেন্টু, দুলাল, তৈয়্যব, আকাশ প্রধান, জাকির ও রাসেলকে আমরা শনাক্ত করতে পেরেছি। জিডিতে তাঁদের নাম না দেওয়া প্রসঙ্গে তাঁরা বলেন, যাঁরা কাজটি করেছেন, তাঁরা আমাদের দলেরই লোক। তাঁদের নাম দিলে মাঠপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।’

তবে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার রিফাত দাবি করেন, ‘ঘটনার সঙ্গে আমার বা আমার দলের কারও সম্পৃক্ততা নেই। অভিযোগগুলোও ভিত্তিহীন। যেদিন ঘটনা ঘটে, সেদিন আমি রাজধানী ঢাকায় একটি কর্মসূচিতে ছিলাম।’

থানায় করা অভিযোগ প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সেকশন