হোম > সারা দেশ > ঢাকা

বংশালে বাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বংশালে বাসার ছয়তলা ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম উরাইশিদ ইসলাম আয়ান (৯)। 

আজ শনিবার বেলা ১টার দিকে বংশাল আলু বাজার হাজি উসমান গনি রোডের বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে শিশুটির চাচা মকবুল হোসেন চৌধুরী বলেন, আলু বাজার হাজি ওসমান গনি রোডে তাঁদের নিজেদের বাসা। বাসার চারতলায় পরিবারের সঙ্গে থাকত আয়ান। স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। আয়ানের বাবা আমিনুল ইসলাম ইমন বংশালেই পার্টসের ব্যবসা করেন। দুই ভাইয়ের মধ্যে আয়ান ছিল বড়। 

তিনি আরও বলেন, সারা দিন বাসাতেই ছিল আয়ান। দুপুরের দিকে জানতে পারেন বাসার ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে গেছে। সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, বংশাল থেকে এক শিশুকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুর স্বজনেরা জানান, ছাদ থেকে পড়ে গিয়েছিল সে। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানায় জানানো হয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন