সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাওয়াগামী একটি প্রাইভেট কারের একটি চাকা হঠাৎ ফেটে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আরসিসির রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় চালকসহ ২ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উপজেলার কুচিয়ামোড়া ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে একটি প্রাইভেট কারের চাকা ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় ২ জন সামান্য আঘাত পেয়েছেন। যানজট সৃষ্টি হওয়ার আগেই প্রাইভেট কারটি উদ্ধার করে রেকার দিয়ে সরানো হয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক আছে।’